বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।
বৃহস্পতিবার সকালে তেলিয়াপাড়া ফাড়ির ইনচার্জ এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার নোয়াহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল উপজেলার খাটুরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মানিক মিয়া(৩২) ও নারায়নখোলা গ্রামের জাহিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম (১৯)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।