• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কারিতাসের এ্যাডভোকেসি সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠিত 

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
কমলগঞ্জ প্রতিনিধি: কারিতাস এর আয়োজনে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচিতে প্রতিবন্ধী, মাদকসেবী ও প্রবীণ ব্যক্তিদের অর্ন্তভুক্তিকরণ বিষয়ক এ্যাডভোকেসি সভা  এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা ও সহায়ক উপকরণ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছুবপুর কারিতাস কার্যালয়ে কারিতাসের আঞ্চলিক পরিচালক মি. বনিফাস খংলা এর সভাপতিত্বে ও জুনিয়র প্রোগ্রাম অফিসার মখলিছুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা  কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।
অনুষ্ঠানে প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য বিভিন্ন সরকারী দপ্তরে কিকি সুবিধা রয়েছে এবং কিভাবে তারা এইসব সুবিধা পেতে পারেন সেই বিষয়ে বিভাগীয় প্রধানগণ তাদের বক্তব্যে তুলে ধরেন।
সবশেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে  টিউশন ফি, শিক্ষা উপকরণ ও ডিভাইস বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৯০জন নারী পুরুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে ৮ জন প্রতিবন্ধীকে শিক্ষা উপকরণ, ৬ জনকে টিউশন ফি ও ১২ জনকে  প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ