নিতেশ দেব, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে ৩দিন ব্যাপি ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বিকাল সাড়ে সাড়ে ৪টার দিকে ” সেবা ও উন্নতির দক্ষ রুপকার -উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার “প্রতিপাদ্যে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনেঅনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম,ওসি তদন্ত চম্পক দাম, ইউনিয়ন চেয়ারম্যান খোকন গোপ, আব্দুল কুদ্দুছ, সাংবাদিক বাহার উদ্দিন, আশীষ দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমুখ।
এসময় সরকারের বহুমুখি উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন বক্তাগন।