• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে প্রাইভেট কারসহ বিপুল পরিমান ভারতীয় নাসিউদ্দিন বিড়ি জব্দ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাইভেট কারসহ বিপুল পরিমান ভারতীয় নাসির বিড়ি জব্দ করেছে কমলগঞ্জ থানার অন্তর্ভুক্ত শমশেরনগর ফাঁড়ি পুলিশ।
শমশেরনগর ফাঁড়ি থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৪টায় ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শামীম আকনজির নির্দেশনায় এসআই কাশী শর্মা ও টিএসআই দীপক রায়সহ পুলিশের একটি টিম কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শিরিষতলা নামক এলাকায় শমশেরনগর-কুলাউড়া সড়ক থেকে বিড়ি বহনকারী প্রাভেট কার ও ভারতীয় নাসিরউদ্দিন বিড়ি জব্দ করেন। এসময় প্রাইভেট কার থেকে ১ লক্ষ ৩৮ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরউদ্দিন বিড়ি ও প্রাইভেট কর জব্দ করা হয়। পুলিশ জানায়, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও এলাকার গাড়ির চালক কালাম বক্স কামাল (৩০) সহ অজ্ঞাত লোক দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ির চালক কালাম বক্স কামাল (৩০) সহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ