• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে বিএনপির ১৮৩ নেতাকর্মীর জামিন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

করাঙ্গীনিউজ: গত ১৯ আগষ্ট হবিগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশের হামলা লাঠিচার্জ ও গুলি বর্ষণের ঘটনায় পুলিশ এসল্ট ও বিস্ফোরক আইনে দায়েরকৃত ২টি মামলায় বিএনপি অঙ্গ সংগঠনের ১৮৩ জন নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এম ডি আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভা পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছসহ ১৮৩ বিএনপি নেতাকর্মীর হাইকোর্টে ৬ সপ্তাহের আগাম জামিন হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ আগস্ট হবিগঞ্জ জেলা বিএনপি শায়েস্তানগর এলাকা থেকে মিছিল বের করে। মিছিলটি শায়েস্তানগর পয়েন্ট হয়ে ঈদগাহ রোড ঘুরে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছে। এসময় নেতাকর্মীরা নানা স্লোগান দিতে থাকেন। তখন পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা আহত হন। এঘটনায় পুলিশ বাদী হয়ে ২০ আগষ্ট দুইটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ