• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কুলাউড়ায় জঙ্গি সন্দেহে জনতার হাতে আরো ১৭ নারী ও পুরুষ আটক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে আরো ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছেন স্থানীয় জনতা।
সোমবার (১৪ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদের তত্ত্বাবধানে সাধারণ জনতা তাদের আটক করে।

কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল ইসলাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (১২ আগস্ট) যেসব জঙ্গিদের আটক করা হয়েছিল তারা বলেছেন, তাদের সাথে আরো অনেকে এ পাহাড়েই আত্মগোপনে আছেন।

পরে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পুলিশকে বিষয়টি জানিয়ে তদন্ত করতে থাকি। সীমান্তবর্তী কর্মধা, ফুলতলা ও সাগরনাল এলাকায় মানুষ সেট করে রাখি। রোববার (১৩ আগস্ট) বিকেলের দিকে আমার ছেলের কাছে কয়েকজন নারী-পুরুষ ফুলতলা বর্ডার কোন দিকে জানতে চান। তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে সে বাজারের দিকে রাস্তা দেখিয়ে দেয়। পরে সে আমাকে বিষয়টি জানায়।

তিনি বলেন, আজ সকালে তারা ৫টি সিএনজিতে করে অন্যত্র গমনের চেষ্টা করছিল। এ সময় সাধারণ জনতা তাদের আটক করে আমার কাছে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। ইউপি চেয়ারম্যান বলেন, তারা বর্তমানে আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে আছে। পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, ঘটনার সত্যতা পেয়েছি। সিটিটিসির সদস্যরা এলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ