• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজার পুলিশ সুপারের বটলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা থানা ও বটলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান।

শনিবার (১২ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জুড়ী থানার অন্তর্গত বটলী ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন।

তিনি চেকপোস্ট ও সীমান্ত এলাকার আশপাশ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার বড়লেখা থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানার ব্যারাক, মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরে বড়লেখা থানা আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করা, সঠিকভাবে পোশাক পরিধান করা, সরকারি মালামাল সংরক্ষণ ও সঠিকভাবে ব্যবহার, থানা কম্পাউন্ড, ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা দিতে থানার অফিসার- ফোর্সদের প্রতি আহবান জানান জেলা পুলিশ সুপার ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ