• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ভূমিহীন মুক্ত হবে শ্রীমঙ্গল, দেওয়া হবে ১৬২পরিবারকে জমিসহ ঘর

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মুজিব শতবর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নে ১৬২ পরিবারকে দেওয়া হবে জমিসহ ঘর। এরই সাথে আগামী কাল ৯ আগস্ট  ভূমিহীন মুক্ত শ্রীমঙ্গল উপজেলা ঘোষনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৭ আগস্ট) কিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত প্রেস ব্রিফিংকালে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্ধীপ তালুকদার সাংবাদিকদের জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ৯ আগস্ট সকাল ৯টায় সারা দেশে একযোগে ৪র্থ পর্যায়ের ২য় ধাপের গৃহ হস্তান্তর কাজের শুভ উদ্বোধন করবেন।

৪র্থ পর্যায়ের ২য় ধাপে শ্রীমঙ্গল উপজেলার ১৬২টি ভূমিহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হবে এবং এর মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলার মোট ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হবে।

ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের ৯টি জেলার সকল উপজেলাসহ ২১১টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। শ্রীমঙ্গলে ৯৬০টি ‘ক’ শ্রেণীর পরিবার পুনর্বাসন সম্পন্ন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ