বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: সত্যিকারের সোনার বাংলা গড়ে তুলতে শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হওয়ার উপদেশ দিয়েছেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম। এর জন্য পরিবার থেকে শুরু করে স্কুলে এসে সত্য বলা এবং নিয়মিত লেখাপড়া করার আহবান জানান তিনি।
মঙ্গলবার দুপুরে বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুয়া, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ এবং শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন, বহুলা গ্রামের যে ঐতিহ্য রয়েছে তা ফিরিয়ে আনতে মাদক ব্যবসা এবং জুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষকে অপরাধ থেকে দুরে রাখতে স্থানীয় লোকজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি।
বহুলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কামাল মজুমদার, জেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী, নজরুল ইসলাম ছিদ্দিকী, জেলা যুবলীগ নেতা জাহির আহমেদ।
বক্তৃতা করেন, আব্দুল গনি, সাহাব উদ্দিন, লস্কর গাজী, আব্দুন নুর, ছালেহ আহমেদ চৌধুরী, শাহ আলম, এনাম মিয়া, শামীম মিয়া প্রমুখ।