• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইজ সংঘর্ষে নিহত ৫

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৮ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিনিধি, সিলেট:  সিলেট-তামাবিল সড়কে বাস-ইজিবাইক (ব্যাটারিচালিত রিকশা) সংঘর্ষে নিহত ৫ জনের নাম-পরিচয় পাওয়া গেছে।

শুক্রবার (৭ জুলাই) রাত ১০টার দিকে দরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাত পৌনে ১২টার দিকে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়।

স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী নিহতরা হচ্ছেন- বড়খলা গ্রামের মৃত খুর্শেদ আলমের ছেলে মুসদ আলী (৫০), শ্রীখেল গ্রামের মোজাম্মেল আলীর ছেলে নূর উদ্দিন (৫৫), বারগাতি গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল লতিফ (৫০), ফরফরা গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. কামাল (২৫) ও দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুস শুক্কুরের ছেলে মতিন উরফে কাছাই (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলো। এসময় বিপরীতমুখী টমটমের সাথে সংঘর্ষ হয়। টমটমে ৭ যাত্রী ছিলেন। সবাই হতাহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বনিক।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ