বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বলেছেন,আমি হলাম জনগনের পাহাড়াদার, নিজের দ্বায়িত্ববোধ থেকেই মানুষের জানমালের নিরাপত্তা দিতে রাত জেগে পাহাড়াদেই। জনগনকে সাথে নিয়েই আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে।
সোমবার দুপুরে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ ও তেলিয়াপাড়া বাজার কমিটির আয়োজনে আইন শৃংখা ও মাদক নিমূল সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক শংকরপাল,আযুবখান,চাশ্রমিক নেতা রবিন্দ্রগৌড়,
খোকন পান তাতি,শেখ দুলাল,পলাশপাল, প্রদীপগৌড়।
ওসি বলেন, মাদকসেবন কারীরা ধীরে ধীরে অপরাধী হয়ে উঠে। মাদকের টাকার জন্য চুরি ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। সামাজিক ভাবে মাদক সেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতন মানুষ মাদকের বিরোদ্বে সোচ্চার হলে মাদক এ এলাকা থেকে নিমূল হবেই। চেয়াম্যান তৌফিকুল আলম বলেন রাতে মাদক ব্যবসায়ী দিনে সমাজসেবক তাদের চিহিৃত করতে হবে।