বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মাওলার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে । তিনি তার অফিসের দুতলায় বসবাস করার সুবাদে শিক্ষকার সাথে যৌন নির্যাতন চালান বলে অভিযোগ উঠেছে ।
আফছানা বেগম নামের এক শিক্ষিকা সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর এ অভিযোগ করেন ।
উক্ত শিক্ষিকাকে অফিসিয়াল কাজের অযুহাতে ডিপিইও তার অফিসে ডেকে এনে অফিস টাইমের পরও অফিসে বসিয়ে রাখেন । কাজের অযুহাতে তিনি উক্ত শিক্ষককে অফিসের দুতলায় ডেকে এনে যৌন নির্যাতন চালান বলে অভিযোগে প্রকাশ করেন । যদিও অফিসের দ্বিতীয় তলায় থাকার বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
২০২২ সালের এপ্রিল মাসে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে যোগদান করার পর থেকে মোঃ গোলাম মাওলার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে।
তিনি শিক্ষকদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম রেখে নিজের মনোরঞ্জনের জন্য নারী শিক্ষদের ডেপুটেশন দিয়ে নিজের অফিসে নিয়ে আসেন । যৌন নির্যাতনের ব্যাপারে শিক্ষকগণ চাকরী হারানো এবং পরিবার ভেঙ্গে যাওয়ার ভয়ে সবাই মুখ বুজে সহ্য করছেন বলে অভিযোগে বর্ণনা করা হয় ।
উক্ত অভিযোগের বিষয়ে প্রাথমিক শিক্ষার সিলেটের বিভাগীয় উপপরিচালক মোঃ জালাল উদ্দিন সরে জমিন তদন্ত করবেন মর্মে পত্র জারী করেন ।
এ ধরনের ঘটনার প্রেক্ষিতে হবিগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষকগণ ইজ্জতের ভয়ে আতঙ্কিত আছেন বলে জানিয়েছেন কয়েকজন নারী শিক্ষক।