বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে। আওয়ামী লীগের পতনের ঝড় উঠেছে।
শনিবার (২৭ মে) বিকেলে জেলা বিএনপি আয়োজিত ১০ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট সামছু মিয়া চৌধুরী, এডভোকেট মনজুর উদ্দিন আহমেদ শাহীন, মিজানুর রহমান চৌধুরী, হাজী নুরুল ইসলাম, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জালাল আহমেদসহ আরো অনেকেই।
এর আগে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মীরা শায়েস্তাগনগরস্থ পইল রোডে জড়ো হন। বিকেলে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিএনপির জেলা কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ।