• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে আ’লীগের পুর্ণাঙ্গ কমিটি গঠিত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তিন বছরেরও বেশি সময় পর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) দলীয় প্যাডে এতথ্য প্রকাশ করা হয়েছে।

এতে দেখা গেছে, গত ৬ মে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের দাখিলকৃত প্রস্তাবিত কমিটি অনুমোদ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।

এর আগে ২০১৯ সালের ৪ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনাপ্রতিদ্বন্ধিতায় উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকে সভাপতি ও সেক্রেটারীর মাধ্যমে দলীয় নেতাকর্মীরা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং আশায় বুক বেঁধেছিলেন পূর্ণাঙ্গ কমিটিতে স্থান হবে।

নবীন-প্রবীন নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় দলীয় নেতাকর্মীরা উৎফুল্ল ও উল্লাসিত। পদ পেয়েছেন সাবেক ছাত্রলীগের একাধিক নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধি, আইনজীবি, ব্যবসায়ী ও শিক্ষক।

কমিটিতে ১০ জনকে সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরানসহ ৫ জনকে সাংগঠনিক সম্পাদক, অন্যান্য পদে আছেন ১৯ জন ও সম্মানিত সদস্য পদে ৩০ জন।

জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট হুমায়ূন কবীর সৈকত বলেন, নতুন কমিটি উপজেলা আওয়ামী লীগকে আরও সুসংগঠিত গতিশীল করবে এবং নতুন নেতৃত্বের প্রতি সবার এই প্রত্যাশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ