বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের আগুয়া গ্রামে অস্ত্রের ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রামের মাতব্বররা বিষয়টি রফা দফার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় অবশেষে মুুমূর্ষ অবস্থায় শনিবার সকালে গৃহবধূকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধর্ষিতার স্বামী সাবাজ মিয়া জানান, তিনি জীবিকার তাগিদে প্রায় সময়ই বাড়ির বাহিরে থাকেন। সন্তান নিয়ে তার স্ত্রী বাড়িতে একা থাকে। এই সুবাদে একই গ্রামের মৃত সফর আলীর পুত্র ওয়াহাব আলী তার সুন্দরী স্ত্রীর উপর কু নজর দেয়। প্রায়ই তাকে উত্যক্ত করত।
গত রবিবার গভীর রাতে কেউ বাড়িতে না থাকার সুযোগে ওয়াহাব আলী তার ঘরে প্রবেশ করে ঘামচা দিয়ে হাত বেধে অস্ত্রের মুখে জিম্মী করে তাকে ধর্ষণ করে লম্পট চলে যাওয়ার সময় ধর্ষিতা চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ওয়াহাব আলীকে আটক করে এবং তার ঘামচাটি জব্দ করে। ওয়াহাব আলী প্রভাবশালী হওয়ায় তার লোকজন জিম্মিদশা থেকে তাকে জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয় মাতব্বররা ৫ দিন বিষয়টি নিয়ে রফাদফার চেষ্টা করে। এদিকে ওই ধর্ষিতার অবস্থার অবনতি হওয়ায় অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, বিষয়টি আপনাদের কাছ থেকে শুনেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।