• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে হত্যা মামলায় এসএসসি পরীক্ষার্থী কিশোরী গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১০ মে, ২০২৩

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় শোয়েব চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ১০টায় দিকে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুক্তা আক্তার উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে ও দীননাথ ইনস্টিটিউশনের শিক্ষার্থী।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, শোয়েব চৌধুরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মুক্তা আক্তার।

মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা দিয়েছিল।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে শকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন বলে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ