• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুরে শিক্ষকের পিটুনিতে ছাত্র আহত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে এক ধর্মীয় শিক্ষকের পিটুনিতে জেএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম (১৩) গুরুতর আহত হয়েছে। তাকে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার উপজেলার সাহেবনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের পিতা দুলাল মিয়া জানান, তার ছেলে জেএসসি পরীক্ষার্থী সাইফুল ইসলাম প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধর্মীয় শিক্ষক আশিকুর রহমান এক ছাত্রের মাধ্যমে সাইফুলকে ডেকে নিয়ে বেত দিয়ে পিটিয়ে সারা শরীরে আঘাত করেন। এসময় সাইফুল সুরচিৎকার শুরু করলে ওই শিক্ষক টিসি দিয়ে স্কুলে থেকে বের করে দেওয়ারও হুমকি দেয়। তবে কি কারণে ধর্মীয় শিক্ষক আশিকুর রহমান সাইফুলের উপর এ নির্মম নির্যাতন করেছে তা জানাতে পারেনি সাইফুলের পরিবার।

বৃহষ্পতিবার সকালে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী হাসপাতাল পরিদর্শনে গিয়ে আহত ছাত্রের পাশে দাঁড়ান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই শিক্ষককে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানকে নির্দেশ দিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান মিয়া জানান, বিষয়টি নিন্দনীয়। ছাত্রের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষী শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ