• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে পতাকা উৎসব ২ সেপ্টেম্বর

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

করাঙ্গীনিউজ: জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে আগামী ২ সেপ্টেম্বর হবিগঞ্জে উদযাপিত হচ্ছে পতাকা উৎসব। এ ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য দিয়েছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর সঠিক মাপ ও যথাযথ সম্মানের ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধারণা নেই। অথচ আমাদের একটি পতাকা বিধি আছে। তা অনেক সময়ই মানা হয়না। সঠিকভাবে পতাকা ব্যবহার করা হয়না। সঠিক মর্যাদা দেয়া হয়না। তাই আমরা মহান জাতীয় পতাকার গুরুত্ব ও সম্মানবোধের বিষয়টি শিক্ষার্থীদের মনে স্থান করে দিতে চাই। আমরা এ উৎসবের মাধ্যমে জেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এক জায়গায় নিয়ে আসতে চাই। যেখানে এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হবে। আগামী ২ সেপ্টেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. more. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিসহ জেলা পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ৯টি উপজেলার ১ হাজার ৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসবের উদ্বোধন করা হবে। এর আওতায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলোকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ