বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ ১০ কেজি গাঁজা সহ ফারুক মিয়া (৩৫) ও স্বপন মিয়া (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
আজ বুধবার সকালে উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার তিনগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতরা হল উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া ও একই ইউনিয়নের আলীনগর গ্রামের হোসেন আলীর ছেলে স্বপন মিয়া।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।