• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় নারী নিহত

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর নামক স্থানে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার(২৮) নামে এক মহিলা নিহত হয়েছেন।

বুধবার(২৮ আগস্ট) সকাল ৭টার দিকে সুরমা মেইল ট্রেনের ধাক্কায় এঘটনাটি ঘটেছে।

নিহত সালমা আক্তার বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। তার ২ ছেলে ও দেড় বছরের এক মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়- সালমা আক্তার ও তার স্বামী উপজেলার সুরাবই গ্রামে ভাড়াটিয়া হিসেবে থাকতেন এবং অলিপুর রেলগেইটের পাশে একটি চা-স্টলের ব্যবসা করতেন।

অলিপুর রেলগেইট ম্যান শামীম মিয়া জানায়, সকাল ৭টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের অলিপুর রেল গেইটের পাশ দিয়ে মহাসড়ক পারাপারের সময় সুরমা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মহিলার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসএই ইমরান আহমেদ নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ