বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রাম থেকে দুই শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারে সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। এছাড়াও ওই শিশুকে ফিরে পেতে বড়ইউড়িসহ আশপাশের গ্রামগুলোতে মাইকিং করা হয়েছে।
নিখোঁজ শিশুরা হল, ওই গ্রামের সাইফুল মিয়ার পুত্র সালমান মিয়া (৬) ও তার চাচাত ভাই তোফাজ্জুল মিয়ার পুত্র তায়েব মিয়া (৫)।
স্থানীয় মেম্বার খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সোমবার বিকেল থেকে ওই দুই শিশুকে খোজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকাগুলোতেও খোজে না পাওয়ায় মাইকিং করা হয়েছে। তাই যদি কোন ব্যক্তি তাদের সন্ধান পান তা হলে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা জন্যও বলেন তিনি।
এদিকে, ওই দুই শিশুকে হারিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-উৎকন্ঠা।
বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক জানান, শিশু নিখোঁজের বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।