• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে দুু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিনিধি:  হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গয়েবপুর গ্রামে রাস্তার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

আহতদের মধ্যে সরুফা বেগম (৫০), রুহেল মিয়া (১৩), বুবেল মিয়া (৩২), রহিমা বেগম (৪০), কালা বানু (৬০), বাহার মিয়া (৩৬), দুলাল মিয়া (৪০), নাজু আক্তার (২০), আরজু মিয়া (৩৫), জামান মিয়া (৫০)। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়- সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গয়েবপুর গ্রামের দিদাল আলী ছেলে কামাল মিয়ার সাথে একই গ্রাম ইউসুফ আলীর ছেলে লাল মিয়া বাড়ির রাস্তা কাটা নিয়ে দুইপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান- খবর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ