বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের মিরপুরে যৌন হয়রানি বন্ধ ও রাস্তাঘাটে নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশাল মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৪ জুলাই) বেলা ১১টায় বাহুবল কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও মিরপুর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ প্রায় ১৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
বাহুবল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলীর সভাপতিত্বে ও কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান জুয়েল-এর পরিচালনায় মানববন্ধন চলাকালে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে তারা
প্রসঙ্গত, গত ১লা আগস্ট মিরপুর-বাহুবল রোডে বাজরের প্রবেশমুখে এক বখাটে স্থানীয় সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে নিপীড়ন করে। এ ঘটনায় ছাত্রীর মায়ের মামলায় প্রধান আসামীকে পুলিশ গ্রেফতার করলেও তার সহযোগিরা গাঢাকা দেয়। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মাঝে ছাত্রী ও নারীর যাতায়াত পথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়।