করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজ গায়েবানা জানাজা,কাল বিক্ষোভ বিএনপির

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

করাঙ্গীনিউজ:
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহত ও সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদে শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা গায়েবানা জানাজা ও শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল চারটায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি উদ্বোধনের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ডা. এজেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সালাহ উদ্দিন আহমেদ।

র‌্যালিতে নানা রকমের ব্যানার-ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
তারা সরকারবিরোধী নানা রকমের স্লোগান দেয়। র‌্যালিটি নয়াপল্টন থেকে বিকেল সোয়া চারটায় শুরু হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে শান্তিপূর্ণভাবে র‌্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা জাতীয় প্রেসক্লাব পর্যন্ত গিয়ে র‌্যালি শেষ করব।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ