বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে ১১ পিছ ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় তাদেরকে আটক করা হয়।
জানা যায়, হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামের আব্দুল ওয়াহাবের পুত্র জুয়েল মিয়া (৩২) দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।
বুধবার উল্লেখিত সময়ে জুয়েল মিয়াসহ আরো ২ মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি করতে যায়।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোজাম্মেল মিয়া ও এসআই দেবাশীষ তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় জুয়েল মিয়াসহ ৩ ব্যক্তিকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১১ পিছ ইয়াবা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।