বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে আহম্মদ আলী (৬৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৯ জুলাই) সকালে বানিয়াচং থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এর আগে রবিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আহম্মদ আলী উপজেলার কালিদাস কাটা গ্রামের মৃত করিম আলীর ছেলে। তিনি পাঁচ সন্তারের জনক বলে জানা গেছে।
জানা যায়, রবিবার বিকেলে পরিবারের লোকজন বাড়ির পাশ্ববর্তী একটি আমগাছে আহম্মদ আলীর মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ সুরতহাল করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সাত্তার বলেন- ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। আজ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।