বুধবার, ১৪ মে ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে বহুল আলোচিত দুলা মিয়া হত্যাকান্ডের রহস্য উম্মোচন করায় এসআই নাজমুল ইসলামকে সংবর্ধনা দিল শানখলা ইউনিয়নবাসী।
শনিবার (২৭ জুলাই) বিকাল ৪টা উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজারে এ দুলা মিয়া হত্যাকান্ডের মামলার তদন্ত কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নাগরিক সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান সবুজের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম, পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মাধবপুর সার্কেলের এসএসপি নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক আবু তাহের, চুনারুঘাট থানার অফিসার ইন-চার্জ শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) মোঃ আলী আশরাফ, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী এখলাছসহ ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণ।
উল্লেখ্য, গত ১৭ জুন সোমবার সন্ধ্যায় দুলা মিয়া তার নিজ বাড়ি থেকে একই উপজেলার পাইকুড়া তালতলা বাজারে থেকে নিখোঁজ হন। পরে পরিবারের লোকজন চুনারুঘাট থানায় মামলা দায়েরে করে। ওই মামলার তদন্তকারী এসআই মোঃ নাজমুল হক মামলার প্রধান আসামী বিজিবি সদস্য সহ এ পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করে জেল হাজরে প্রেরণ করেন।