• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিএনপি নেতা হারিছ চৌধুরী আর নেই

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

করাঙ্গীনিউজ ডেস্ক: লন্ডনের একটি হাসপাতালে মারা গেছেন বিএনপির পলাতক নেতা আবুল হারিছ চৌধুরী। তার মৃত্যু হয় প্রায় সাড়ে তিন মাস আগে। পরিবারের সদস্যরা সংবাদটি গোপন রেখেছিলেন।

মঙ্গলবার তার চাচাতো ভাই আশিক চৌধুরী ফেসবুকে একটি স্ট্যাটাস দিলে বিষয়টি জানাজানি হয়।

হারিছ চৌধুরী আগে থেকেই ব্লাড ক্যান্সার ও অন্যান্য জটিলতায় ভুগছিলেন। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

হারিছ চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০১৮ সালে যাবজ্জীবন সাজা হয় হারিছ চৌধুরীর। ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাত বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা হয়।

এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় হারিছ চৌধুরী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারির পর হারিছ চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ