করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

তামান্না সুলতানার ভয়!

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

ভয়
তামান্না সুলতানা

সত্যের মুখোমুখি দাঁড়াতে,
আজকাল কেমন জানি ভয় হয়!
বহু অসমাপ্ত কবিতা রয়ে যায়,
বইয়ের শেষের পৃষ্ঠা পড়াও বাকি রয়ে যায়!
সমাপ্তি হয়ে গেলেই মনে হয়,
উবে যাবে যত আগ্রহ।
যেমন করে মানুষকে জানা হয়ে গেলে,
হারিয়ে যায় আগ্রহের সীমা!

মৃত্যুর চেয়েও ভয় পাই মানুষকে,
যাদের রাতের আঁধারে,
খসে পড়ে সভ্যতার মুখোশ!
জীবনের ধাপে ধাপে লুকিয়ে রয়েছে কতো শত সত্য,
সেগুলোর মুখোমুখি হতে ভয় হয়।
অযাচিত সুখ আমার ভয়ের যত কারণ,
যা মিলিয়ে যায় সময়ের বাঁকে!

 

woman covering half of her face grayscale photography

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ