রবিবার, ১১ মে ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
উষ্ণতার রাত শেষে
তামান্না সুলতানা (নিলি)
শীতের বৈরাগী স্বভাবের কারণে গাছ পাতা হারিয়ে,
নিজস্ব সৌন্দর্য হারায়।
আবার, বসন্তের ছোঁয়ায় সেই গাছ একদিন,
নতুন ফুল আর বাহারী পাতায় ভরে উঠে।
চৈত্রের খরতাপে নদীর পানি শুকিয়ে গেলে,
নিয়ম মাফিক নদী হারিয়ে ফেলে নিজের যৌবনের রূপ।
তবু, আষাঢ়ের বৃষ্টিতে নদী আবার হয়ে উঠে অনন্ত যৌবনা।
একইভাবে দিন শেষে রাতকে আঁধার বুকে ধরে
অন্ধকারে ছুঁরে ফেলে অনাদীকাল
রাতের শেষে নতুন সূর্য আবারো;
জানান দেয় জ্বলজ্বলে ভোরের আলোকে।
বৈশাখে গগন কাঁপানো ঝড়ে প্রকৃতি নিমজ্জ্বিত হয় অন্ধকারে
অতপরঃ স্বৈরী তান্ডব গলা টিপে হজম করে;
পৃথিবীর মুগ্ধতায় সূর্য ঠিকই চারদিকে ছড়ায় স্নিগ্ধ আলো।
তাই বলি,
দুঃখ বিষাদ তোমার পথে অন্তরায় নয়
যে থেকেছে দুঃখের চাদরে মুড়ে কিছুকাল
সেই জেনেছে কি ভীষণ উষ্ণতায় রাত শেষে;
সুখের বার্তা নিয়ে ভোর এসেছে চিরকাল।