রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
জন্ম-মৃত্যু
শুভ্র ভট্টাচার্য্য (শুভ)
কি কারনে জন্মে মানুষ,কেন বা মরে,
আমি কোথায় ছিলাম কেন বা এলাম,কোথায় যাব দুদিন পরে?
এসব আজব কান্ড কে করিল,
এ ব্রক্ষ্মান্ড কে গড়িল!
এই যে ডিমের ভিতরে বাচ্চা মরল,
প্রান গেল তার কি প্রকারে!
কোথা হতে আসে মানুষ,
কোথা চলে যায়,
এ ব্রক্ষ্মান্ডের আজব কান্ড,
বুঝা বড় দায়।
কে বা ভাঙ্গে,কে বা গড়ে,
কেবা মারে কে বা মরে!
কে বা কারে ভজন করে,
কে বা তরায় কে বা তরে।
মা আমার ভেবে বলে,
অসার কেবা আমি তাই বুঝা ভার!
আমি সাধন ভজন করব কারে,
চিনলেম না আমি আমারে!!