• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শুভ্র ভট্টাচার্যের কবিতা “জন্ম-মৃত্যু”

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ মার্চ, ২০২১

জন্ম-মৃত্যু
শুভ্র ভট্টাচার্য্য (শুভ)

কি কারনে জন্মে মানুষ,কেন বা মরে,
আমি কোথায় ছিলাম কেন বা এলাম,কোথায় যাব দুদিন পরে?
এসব আজব কান্ড কে করিল,
এ ব্রক্ষ্মান্ড কে গড়িল!
এই যে ডিমের ভিতরে বাচ্চা মরল,
প্রান গেল তার কি প্রকারে!

কোথা হতে আসে মানুষ,
কোথা চলে যায়,
এ ব্রক্ষ্মান্ডের আজব কান্ড,
বুঝা বড় দায়।
কে বা ভাঙ্গে,কে বা গড়ে,
কেবা মারে কে বা মরে!
কে বা কারে ভজন করে,
কে বা তরায় কে বা তরে।
মা আমার ভেবে বলে,
অসার কেবা আমি তাই বুঝা ভার!

আমি সাধন ভজন করব কারে,

চিনলেম না আমি আমারে!!

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ