• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে দুই প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গল  (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে দুটি প্রতিষ্টনকে অনিয়মের দায়ে ভোক্তা আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় বুধবার (২২ ডিসেম্বর) মৌলভীবাজার সদর উপজেলার সেন্ট্রাল রোড, চৌমুহনাসহ বিভিন্ন জায়গায়  খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল-রেষ্টুরেন্ট, ফাস্ট ফুডসহ অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ব্যবহার করে খাদ্য পণ্য প্রস্তুত করা, পোড়া তেল ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাদ্য পণ্য সংগ্রহ করা, খাদ্য পণ্যের মোড়কের গাঁয়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সেন্ট্রাল রোডে অবস্থিত ক্যাফে লাজাওয়াবকে ২৫ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত জগন্নাথ ভোজনালয় এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ