শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল ( মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুটপাতে অস্বাস্থ্যকর খাবার বিক্রি বন্ধ ও স্কুলে মিড ডে মিলে ফল সংযুক্তকরণ ও করোনার নতুন ভাইরাস অমিক্রন থেকে রক্ষায় সচেতনতা সৃষ্টি বিষয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ কনফারেন্স হলে বেসরকারী উন্নয়ন সংস্থা সুচনা সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সাজ্জাদ হোসেন চৌধুরীসহ অনান্য কর্মকর্তা ও সদস্যরা।
সভায় বক্তারা বলেন, কোভিড-১৯ মোকাবেলায় নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন মোকাবেলায় সচেতনতা বৃ্দ্িধতে গুরুত্ব দেয়া এবং বিদ্যালয়ে মিড ডে মিলের সাথে একটি ফল সংযুক্তের ব্যবস্থা করা। যা পুষ্টির ঘাটতি পুরণে সহায়ক হবে।