• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে নানা আয়োজনে  বিজিবি দিবস উদযাপিত

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ও ৪৬বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের উদ্যোগে উদযাপিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার (২০ ডিসেম্বর) বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ান সদরে দুপুর দেড়টায় আমন্ত্রিত অতিথি, বিজিবির কর্মকর্তা-কর্মচারী, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এর আগে বিজিবি’র সদস্য ও শ্রীমঙ্গল বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শরীর চর্চা প্রদর্শন। বেলা ৩টায় শ্রীমঙ্গল সেক্টর মাঠে বিজিবি সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা ।

আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল ৪৬ ভিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মিজানুর রহমান সিকদার, মৌলভীবাজার পুলিশ সুপার মোঃ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জজ কোর্টের পিপি এডভোকেট এ এস এম আজাদুর রহমান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী , শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াত হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊধর্তন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা ৭টায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ