• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে প্রতীক বরাদ্দের আগেই প্রতীক দিয়ে পোষ্টার ছেপে প্রচারণার অভিযোগ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন ৫ জানুয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সদস্য প্রার্থী প্রতীক বরাদ্ধ দেয়ার আগেই প্রতীকসহ পোষ্টার ছেপে প্রচারণা করছেন। এমন অভিযোগ উঠেছে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য ও সদস্য পদপ্রার্থী  নোয়েল আহমদ এর উপর।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগও দিয়েছেন একই ওয়ার্ড এর অপর সদস্য পদপ্রার্থী পিংকু দেব ।

পিংকু দেব জানান, শুধু পোষ্টারিং নয় নোয়েল আহমদ সম্পুর্ণ বে-আইনীভাবে নির্বাচনী অফিসও করেছেন দুটি।

সদস্য প্রার্থীরা অভিযোগ করেন, সিন্দুরখান ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ৫জন সদস্য প্রার্থী মনোনয়ন জমা দেন এবং প্রত্যেকেই যাচাই বাছাই শেষে বৈধ হন। এদের মধ্যে প্রত্যেকেই পৃথক পৃথক মার্কা দাবী করেন। এর মধ্যে নোয়েল আহমদ আপেল মার্কা চান। নির্বাচন অফিসের ঘোষনা ছাড়াই তিনি মার্কা দিয়ে পোষ্টার লাগিয়েছেন। যা নির্বাচনী আচরণ বিধি লংঘন সম।

এ ব্যাপারে নোয়েল আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটি ২০১৬ সালের পোষ্টার। বিগত নির্বাচনে তার এই মার্কা ছিলো। ওই সময়ের কিছু পোষ্টার রয়ে গিয়েছিল। তার এক কর্মী এ থেকে কয়েকটি পোষ্টার লাগিয়েছে। তবে এটা ঠিক হয়নি। প্রতীক বরাদ্দের আগে আর কোথাও পোষ্টার না লাগাতে তার কর্মীদের নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন কর্মকর্তা তপন জ্যোতি অসীম জানান, তিনি অভিযোগ পেয়েছেন বিষয়টি দেখছেন।

একই কথা জানান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমশিনার ভূমি নেছার উদ্দিন। তিনি জানান, এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে পড়ে। নির্বাচনী ম্যাজেস্ট্রেট নিয়োগ হবে মঙ্গলবার এর পর এই অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ