শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলবীবাজার জেলার শীতার্ত মানুষের জন্য মানুষের কাছে শীতের কম্বল পৌঁছে দিচ্ছেন মৌলভীবাজারের ডিসি মীর নাহিদ আহসান।
শনিবার রাতে শ্রীমঙ্গল রেলস্টেশনে ভাসমান হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেন। এসময় তিনি নিজ হাতে স্টেশনে ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিতে দেখা যায় ডিসি মীর নাহিদ আহসানকে। এছাড়াও শহরের বিভিন্ন সড়কে তিনি শীতের কম্বল বিতরণ করেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৩ হাজার কম্বল দরিদ্র হতদরিদ্র মানুষের জন্য মৌলভীবাজার জেলায় প্রেরণ করা হয়। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার কম্বলগুলো দরিদ্র শীতার্ত মানুষের হাতে তোলে দেওয়া হবে।