• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়ীতে চোরাইকৃত গরুচোরসহ আটক ৫

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

মৌলভীবাজার প্রতিনিধি:
জুড়ী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত গরু ৩ গরুচোরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের সোমবার ১৩ ডিসেম্বর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতের মধ্যে ৩ জনকে গরু চোরির দায়ে ও ২ জন নিয়মিত মামলার আসামী আটক হয়।

জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাস সঙ্গীয় ফোর্স সহ ফুলতলা ইউনিয়নে অভিযান পরিচালনা করে গরুচুরির অভিযোগে বিরানতলা গ্রামের নিমার আলী (৩৩) .আব্দুস সালাম (৩০)। দক্ষিণ সাগরনাল গ্রামের  সোহেল মিয়া (২৮) কে আটক করেন। এসময় চুরি যাওয়া একটি গরু ও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গরুটির মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

একই দিন জুড়ী থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামী সাইমন (২০)কে উত্তর ভবানীপুর এবং জিআর মামলার আসামী নুরে আলাম (৩১) কে উপজেলার বেলাগাঁও থেকে গ্রেফতার করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে তিন গরুচোর সহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ