শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি :
স্বাধীনতার বিজয়ের ৫০বছর উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জমকালো কনসার্ট অনুষ্টিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে বিকেল থেকে শুরু হয় এই কনসার্ট। স্থানীয় শিল্পীদের গান আর নৃত্য চলে রাত নয়টা পর্যন্ত। পরে বিখ্যাত ব্যান্ড দল জলের গানের শিল্পীরা মঞ্চে উঠে। একে একে জনপ্রিয় গান গেয়ে উপস্থিত হাজারো দর্শকের মন কাড়ে।
উপস্থিত শ্রোতারা গানের তালে তালে নেছে গেয়ে সরগরম রাখেন পুরো অনুষ্টান স্থল। অনুষ্টানে উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশানক মীর নাহিদ আহসান, জেলার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
অনুষ্টানে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযুদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী অর্ধেন্দু কুমার দেব,কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকরাম খান, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. মুমিনুল হোসেন সোহেল, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।