শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে মডেল থানা পুলিশ ৩দিনের বিশেষ অভিযান শুরু করেছে।
শুক্রবার পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের ৫ সদস্য ও পরোয়ানাভূক্ত ৮ আসামীসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আটকৃত আসামীদের শুক্রবার ১০ ডিসেম্বর আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়।
অভিযান প্রসঙ্গে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান বলেন, বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ১৩ আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন চুরি, ডাকাতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বিশেষ অভিযান অব্যাহত থাকবে।