বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার কারাগারে হাজতবাসীদের মাঝে করোনাভাইরাস (কভিট ১৯) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে জেলা সিভিল সার্জন কার্যলয়ের বাস্তবায়নে কারাবাসীদের টিকার আওতায় আনতে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বুধবার সকালে কারাগার প্রাঙ্গণে জেলা কারাগারের আয়োজনে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রিট মীর নাহিদ আহসান।
এসময় সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, জেল সুপার কারাগার মো. আনোয়ারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও জেলা কারাগারের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।