বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:১০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গলে ২৮ নভেম্বর পৌর নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার মধ্যরাতে স্বতন্ত্রপ্রার্থী মহসিন মিয়া মধুর বাসার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহসিন মিয়া মধুর ভাই, ভাতিজা ও ছেলে আহত হয়।
এসময় আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হকের সমর্থক সাবেক ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন রাহীদ ও তার ভাই আনোয়ার হোসেন তামিম সহ আরো কয়েকজন গুরুতর আহত হন।
এসময় দুই পক্ষের ৭জন আহত হন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও ঢাকায় চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।
এ ঘটনায় শুক্রবার দুপুরে সতন্ত্রপ্রার্থী মহসীন মিয়া উনার বাসায় সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মহসীন মিয়া তাঁর বাড়িতে এসে হামলার ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন।
অপরদিকে বিকেল ৪টায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক উনার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে সাংবাদিকদের জানান, গতকাল রাতে দেলোয়ার হোসেন রাহীদ বর্তমান মেয়র সতন্ত্রপ্রার্থী মহসিন মিয়ার লোকজন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন রাহীদ ও কার ভাই আনোয়ার হোসেন তামিমসহ আরো কয়েক জনের উপর হামলা চালায়। আহত নেতাকর্মীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎধীন রয়েছেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক আহত নেতা কর্মীদের আহত অবস্থার কয়েকটি ছবি সাংবাদিকদের দেখান। এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শুক্রবার বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি টিম শহরে টহলদারি ও শোভাযত্রা বের করে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে শহরে পুলিশ শতর্ক অবস্থায় রয়েছে।