বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত ভাবে নিয়োগ পেলেন ৪০ জন। এর মধ্যে ৬ জন নারী ও ৩৪ জন পুরুষ।
বুধবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইনসে পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পুলিশ সুপার মো. জাকারিয়া মৌখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার পর বলেন, শতভাগ সচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ যোগ্য প্রার্থীরা মেধার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এর পর মৌলভীবাজার পুলিশ সুপার ও জেলা পুলিশের কর্মকর্তারা উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে অভিনন্দন জানান।