বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাতা পার হতে গিয়ে গাড়ি চাপায় আহত অবস্থায় একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের ইছুবপুর ঢাকা-সিলেট আঞ্চলিক সড়ক থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার করা অজগরটির ওজন ২০ কেজি ও লম্বায় ১১ ফুট। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি সাপটিকে আহত অবস্থায় উদ্ধার করেন।
তিনি ধারণা করছেন সাপটি বন থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়েছিল। সড়ক পার হতে গিয়ে গাড়ির নিছে পড়ে আহত হয়। সাপটি মাথায় আঘাত পেয়ে মারাত্বকভাবে আহত হয়। সেখান থেকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে রাখা হয়েছে। দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। পুরোপুরি সুস্থ হলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেওয়া হবে।