• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গল সাবেক এমপি ও মেয়র আহাদ মিয়া আর নেই

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১

শ্রীমঙ্গল (মৌলভীবাজা) প্রতিনিধি:
শ্রীমঙ্গল পৌরসভার মেয়র ও সাবেক জাতীয় পার্টির এমপি মো. আহাদ মিয়া বার্থ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্নাল্লিাহি ওয়া ইন্নাল্লিাহি রাজিউন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বিআরবি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

আহাদ মিয়া জাতীয় পার্টির সাবেক এমপি ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ছিলেন। আহাদ মিয়ার মৃত্যুতে মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি গভীর শোক ও দঃখ প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়াও শ্রীমঙ্গলের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন শোক প্রকাশ করেন।

মরহুম আহাদ মিয়ার ছেলে জাঙ্গীর আলম সোহাগ তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া ছেয়েছেন। মরহুমের জানাযার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে বলে জানান।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ