বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে আলোচনাসভা সনদ পত্র, যুব ঋণের চেক বিতরণ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুব শক্তি বিষয়ক রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়েজনে সোমবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মোঃ আব্দুস শহীদ এম.পি।
উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশিদ তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, এনজিও প্রতিনিধি এস এ হামিদ প্রমুখ।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণ কারীদের সনদপত্র, ৬ জন কে ৩ লক্ষ ৩৫ হাজার টাকার ঋণ বিতরণ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।