বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এই পতিপাদ্য বিষয়ে শনিবার (৩০ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন আয়োজিত শহরের স্টেশন রোডে (পেট্রল পাম্প) সংলগ্ন এক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইমলামের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় সম্প্রীতি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, সিনিয়র এএসপি সহিদুল হক মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সম্পাদক শহীদ হোসেন ইকবালসহ ধর্মীয় নেতারা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুস শহীদ এমপি বলেন, ধর্মীয় সম্প্রীতিতে শ্রীমঙ্গলের মানুষ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এখানে বসবাসকারী ৬০ ভাগ মুসলিম ও ৪০ ভাগ সনাতন ধর্মাবলম্বী মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করে আসছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সহিংসতার ঘটনা ঘটলেও এই এলাকার সব ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলেছে। এর মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ ধর্মীয় সম্প্রীতি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন।