• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায় শপথ ও দায়িত্ব গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ভানুলাল রায় দায়িত্ব পেয়ে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেন করেন।

পরে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নির্ধারিত চেয়ারে বসেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা পরিষদের কর্মকর্তা/কর্মচারী, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২৭ অক্টোবর বুধবার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভানুলাল রায়কে চেয়ারম্যান হিসাবে শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক মো. ফজলুল কবির।

গত ৭ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ভানু লাল রায় নৌকা প্রতিক নিয়ে ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছিলেন।

উল্লেখ্য, গত ২১ মে উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব’র মৃত্যুতে পদটি শূণ্য হয়ে ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ