• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৪২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

দেশসেরা কালচারাল অফিসার চুনারুঘাটের অসিত বরণ দাশগুপ্ত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

করাঙ্গীনিউজ: দেশসেরা কালচারাল অফিসার নির্বাচিত হয়েছেন সিলেটের জেলা কালচারাল অফিসার হবিগঞ্জের চুনারুঘাটের উপজেলার কৃতি সন্তান অসিত বরণ দাশগুপ্ত। ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৩.৫ নম্বর পেয়ে তিনি সারা দেশে প্রথম স্থান অর্জন করেন।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী পুরস্কার প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, পরিচালক (প্রযোজনা) সোহাইলা আফসানা ইকো, পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রেজাউল হাশেম প্রমুখ।

দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয় অসিত বরণ দাশগুপ্তের হাতে।

অসিত বরণ দাশ গুপ্ত চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান। তাঁর বাবা অনিল কুমার দাশ গুপ্ত ও মা সুমিত্রা রাণী দাশ গুপ্ত। ৪ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়।

মূলত সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সেবা প্রদানে গতিশীলতা আনয়নসহ সামগ্রিক অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ