বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার দয়ামীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার কামরুল ইসলাম (ট্রাক চালক) ও খুলনার ইদ্রিস আলী (হেলপার)। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ (তামাবিল) এর নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক বলেন, রাস্তার পাশে ট্রাক থামিয়ে তার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন চালক ও হেলপার। সে সময় পেছন থেকে আরেকটি ট্রাক ওই ট্রাককে ধাক্কা দিলে নিজ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
এদিকে দুর্ঘটনার পর ট্রাক রেখে ঐ ট্রাকের চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।