বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১০:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকখিলা গ্রামের মৃত নিয়াজ আলী ছেলে হারিদুল ইসলাম (৪৭) ও হারিদুল ইসলামের ছেলে তারা মিয়া (১২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হারিদুল ইসলামের বাড়ির পাশেই একটি চিংড়ির খামার ছিল। শনিবার সকালে ছেলে তারা মিয়াকে নিয়ে ওই চিংড়ি খামারে গেলে বজ্রপাতের শিকার হন তারা। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
তাহিরপুর থানার এসআই রাপি আহমদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে দেওয়া হয়েছে।